শহিদ হোসেন খোকন

জন্ম ১৯৬৮ সালে ৬ জানুয়ারি নারায়ণগঞ্জে; এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে। স্বপ্ন আর সঙ্গতির সংঘাতে বেড়ে ওঠা…
কলেজে পা দিয়েই লেখালেখিতে অনুপ্রবেশ। প্রথম লেখা ছোটগল্প ‘চোর’ প্রকাশিত হয় চতুরঙ্গ পতিকায় ১৯৮৪ সালে। তার স্বৈরাচারবিরোধী পথনাটক ‘রাক্ষস ক্ষোক্ষসের গপ্পো’ কেন্দ্রীয় শহীদ মিনারসহ নানা জায়গায় প্রদর্শিত হয়। আরো দুটি নাটক- ‘রূপকথার গল্প গাঁথা’ ও ‘রাজ সিংহাসন’ মঞ্চস্থ করে খেলাঘর ও উদীচী শিল্পী গোষ্ঠী। মঞ্চের আলো- আঁধারের হাতছানি পেরিয়ে একদিন প্রবাসে পাড়ি জমান। বর্তমানে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দ্বীপ সিংঙ্গাপুরে বসবাস করছেন।

You've just added this product to the cart: