রোমেল আশরাফ

বাবা শওকত কামাল আর মা হালিমা কামাল। বাবা-মায়ের একমাত্র ছেলে। আর আছে ছোট একটি আদরের বোন। জন্ম ৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নদী ঘেরা একটা গ্রামে। তার শৈশব কেটেছে নিজ জেলাতেই, যেখানে একদিকে সবুজাভ প্রকৃতি, উপরে নীল আকাশ আর তার নিচে কবি আল মাহমুদের চির তরুণী তিতাস নদী। তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তথ্য ও প্রযুক্তিকে সামনে রেখে সম্পূর্ণ সৃজনশীল ভিন্ন ভিন্ন আঙ্গিকে কাজ করে এগিয়ে চলছে তার স্বপ্নে দেখা পৃথিবীর পথে। গল্প লিখা ও বলা তার সৃজনশীল কাজগুলোর একটি। সৃজনশীল এই লেখক ছোট বড় অসংখ্য গল্প, উপন্যাস লিখলেও ‘নুপুর’ তার প্রথম উপন্যাস ছাপার অক্ষরে আসতে চলেছে। তার পছন্দের রং নীল৷ অনেকে তাকে নীলপ্রিয় বলেও সম্বোধন করে। বই পড়া, তথ্য ও প্রযুক্তির সাথে সখ্যতা গড়ে তোলা তার প্রতিদিনের রুটিন। এছাড়াও পাখি পালন আর বাগান করা তার প্রিয়জনদের ভালবাসার মত। গান করা আর কবিতার এলোমেলো শব্দ গুলির খেলায় মেতে, উড়ে চলা তার স্বপ্ন। স্বপ্ন সত্যি হোক। লেখকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি, শুভ হোক সবসময়।

You've just added this product to the cart: