মোনায়েম সরকার

মোনায়েম সরকার (১৯৪৫-) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর (১৯৬৭) ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা। ‘বাংলাদেশে বিপ্লবী গণতন্ত্রীদের উত্থান অনিবার্য’, ‘রক্তমাখা বুক জুড়ে স্বদেশের ছবি’, ‘বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য’, ‘ইতিহাসের আলোকে বাঙালি জাতীয়তার বিকাশ ও বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও রাজনীতি’ তাঁর কয়েকটি বিখ্যাত বই। সম্প্রতি বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত আছেন।

You've just added this product to the cart: