বুশরানা সিদ্দিক

কবিতা, গিটারের স্ট্রিং, বই সবকিছুকে জড়িয়ে শৈশব কাটে তার বাংলাদেশের সর্বউত্তরের ছোট একটি জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। জন্ম পঞ্চগড়ে হলেও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনার সুযোগ হাতছাড়া করতে না চাওয়ায় সেই ছোট বেলাতেই বাবা-মা, বড় আপু ও ছোট ভাইয়ার মায়া ত্যাগ করে একা একাই থাকতে হয় তাকে। তার সেই স্বপ্নের বিদ্যাপীঠ জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজেই লেখালেখির হাতে খড়ি হয়। এরপর বাংলাদেশের নানা বিজ্ঞান সাময়িকী, জাতীয় দৈনিক ও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ট প্রকাশনীতে লেখালেখির সুযোগ পেয়ে যায় সে। অবসরে লেখালেখি, আবৃত্তি, রোলার স্কেটিং কিংবা গিটারের তারে বিভিন্ন ক্লাসিক্যাল মিউজিক বাজিয়ে সময় কাটে তার। বাংলা ভাষাচর্চার পাশাপাশি বিদেশি ভাষা চর্চাতেও সমান আগ্রহ থাকায় বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষা রপ্ত করে ফেলেছে সে। ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে কাজ করার প্রবল ইচ্ছে মনে নিয়েই এগিয়ে চলছে প্রতিনিয়ত। পরবর্তীতে কবিতা ও উপন্যাস লেখার পরিকল্পনা রয়েছে তার।

You've just added this product to the cart: