প্রফেসর ড. আবুল বয়ান মুহাম্মদ ছিদ্দিকুর রহমান

প্রফেসর ড. আবুল বয়ান মুহাম্মদ ছিদ্দিকুর রহমান

প্রফেসর ড. আবুল বয়ান মুহাম্মদ ছিদ্দিকুর রহমান (র.) ছিলেন এদেশের একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলিম। তিনি ৩১ ডিসেম্বর, ১৯৫৪ পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা হায়দার আলি ভুঁইয়া ছিলেন দেওবন্দের ফারেগ। তাঁর মা লতিফা খাতুনও উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন।
স্থানীয় বিদ্যালয়ে কিছুদিন পড়ার পর তিনি ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হন।। সেখান থেকেই মাদ্রাসা শিক্ষার প্রতিটি পর্যায়ে অসাধারণ মেধার সাক্ষর রাখেন। কামিল পরীক্ষাসহ এর পূর্ববর্তী পরীক্ষায় তিনি সারা দেশে প্রথম হয়েছিলেন। এরপর এইচএসসিতেও যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্সে ভর্তি হন। সেখানে একবছর পড়ার পর ১৯৭৪ সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখানেও অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল করে বাংলাদেশি ছাত্রদের মধ্যে সর্বপ্রথম যুবরাজ ফাহদ পুরস্কার লাভ করেন। তিনি ১৯৯৩ সালের ১৫ই ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। অবশেষে ৭ মার্চ, ২০০৬ খ্রি. উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

You've just added this product to the cart: