পার্ল এস বাক

পার্ল সিডেনস্ট্রিকার বাক (ইংরেজি: Pearl Sydenstricker Buck; ২৬শে জুন ১৮৯২ – ৬ই মার্চ ১৯৭৩) ছিলেন একজন মার্কিন লেখিকা ও ঔপন্যাসিক। একজন মিশনারীর কন্যা হওয়ায় বাক ১৯৩৪ সালের পূর্ব পর্যন্ত চীনের চেনচিয়াংয়ে কাটান। তার রচিত উপন্যাস দ্য গুড আর্থ ১৯৩১ ও ১৯৩২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রিত কল্পকাহিনী বই ছিল এবং তিনি ১৯৩২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। “চীনের কৃষক শ্রেণীর জীবনের পরিপূর্ণ ও মহাকাব্যিক বর্ণনা এবং তার আত্মজৈবনিক শ্রেষ্ঠকর্মের জন্য” তিনি ১৯৩৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মার্কিন নারী হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার অর্জন করেন।

You've just added this product to the cart: