জাকারিয়া স্বপন

জন্ম ৯ ডিসেম্বর ১৯৭০, ময়মনসিংহ শহরে। বাবা মােঃ রজব আলী আর মা ছালেহা খাতুন। বাবার সরকারি চাকুরির বদলীর কারণে দেশের বিভিন্ন স্থানের স্কুলে লেখাপড়া করেছেন। এসএসসি করেছেন ময়মনসিংহ জিলা স্কুল থেকে আর এইচএসসি ঢাকা কলেজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রে টেক্সাস এ.এন্ড.এম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স করেছেন। তিনি কর্মজীবনে প্রশিকা কম্পিউটার সিস্টেমসের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালীতে সিসকো সিস্টেমসে কাজ করেছেন। তিনি অতিসম্প্রতি দেশে ফিরেছেন এবং র্যাংকস আইটিটি’র ডিরেক্টর হিসেবে যােগ দিয়েছেন।

You've just added this product to the cart: