খায়রুল বাবুই

লেখক হওয়ার নিরন্তর ইচ্ছা আর স্বপ্ন ছিল। খায়রুল বাবুই হাঁটছেন সেই পথেই। বড়দের পাশাপাশি লিখছেন শিশু-কিশোরদের জন্যও। জন্ম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়; ১৮ ডিসেম্বর। বাবা মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মা ছকিনা বেগম। পৈতৃক বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। গ্রাম এবং শহরের আলাদা পরিবেশে যাপিত জীবনের দেখা-অদেখা, জানা-অজানা হরেক গল্প লিখে যেতে চান আজীবন; নিজের মতো করে।
সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন। দেশের বেশ কয়েকটি শীর্ষ দৈনিক ও টেলিভিশন চ্যানেলে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দর্শকপ্রিয় অনেক টিভি রিয়েলিটি শো-র পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন তিনি। বর্তমানে সংবাদপত্র ও টেলিভিশন ঘিরেই চলছে পেশাগত ব্যস্ততা। লেখালেখির পাশাপাশি সমানতালে করছেন তথ্যচিত্র ও অনুষ্ঠান নির্মাণ।

You've just added this product to the cart: