আবিদ আনোয়ার

আবিদ আনােয়ার-এর জন্ম ১৯৫০ সালের ১৪ জুন কিশােরগঞ্জ জেলায় কটিয়াদী থানার চর আলগী গ্রামে বাবা। মােঃ আজিমউদ্দিন ও মা হাসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে অনার্সসহ ১৯৭২ সালে এমএসসি এবং পরে ১৯৮৭ সালে কেবল লেখালেখির সূত্রেই বিশ্বব্যাংকের বৃত্তি পেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে রেকর্ড মার্কসহ সাংবাদিকতায় এমএ পাশ করেন এবং সাংবাদিকতা-সংক্রান্ত গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় সাংবাদিকতা বিশেষজ্ঞ সমিতি (কাপ্পা-টাউ-আলফা)-র সম্মানসচক সদস্যপদ লাভ করেন। কবিতা, ছড়া, গল্প, গান ও প্রবন্ধ রচনায় এবং সাহিত্য সমালােচনায় তিনি সমান পারদর্শী। প্রকাশিত গ্রন্থের সংখ্যা আঠারাে। কবিতায় সামদ্রিক অবদানের স্বীকতি হিসেবে তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। এছাড়াও, কারিগরি প্রকাশনা এবং জনহিতকর বৈজ্ঞানিক তথ্য সরকারি পৃষ্ঠপোষকতায় গানের। আকারে পরিবেশন করার স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭৯ সালে। রাষ্ট্রপতি পদক, সাহিত্যকর্মের জন্য ১৯৯৬ সালে রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা, ১৯৯৭ সালে স্বাধীনতার রজত জয়ন্তি পুরস্কার: সৈয়দ নজরুল ইসলাম পদক ও বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা, ছড়াসাহিত্যে অবদানের জন্য ২০০৬ সালে সুকুমার রায় সাহিত্য পুরস্কার এবং কবিতার জন্য ২০১৬ সালে শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার পেয়েছেন। তার রচিত ইংরেজি স্ক্রিপ্টনির অনুষ্ঠানের জন্য বাংলাদেশ বেতার দুইবার (২০০৫ ও ২০০৮ সালে) কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসােসিয়েশন-প্রদত্ত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডাে হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে কিশােরগঞ্জ এলাকায় যুদ্ধ শেষে স্বাধীনতার পর কিশােরগঞ্জ মহকুমা মুক্তিযােদ্ধা ক্যাম্পের প্রথমে সহ-কমান্ড্যান্ট ও পরে কমানড্যান্ট-এর দায়িত্ব পালন করেন। অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকুরি শেষে তিনি বর্তমানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-র কনসালট্যান্ট এডিটর হিসেবে কর্মরত আছেন।

You've just added this product to the cart: