20%

সায়েন্স ফিকশন সমগ্র

Printed Price: TK. 500
Sell Price: TK. 400
20% Discount, Save Money 100 TK.
Summary: বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আসিফ মেহ্দীর সায়েন্স ফিকশনের সংকলন এই বই। জীবনঘনিষ্ঠতা ও রম্যের সমন্বয়ে লেখা তাঁর সায়েন্স ফিকশনগুলো একটু আলাদা। Read More...
দ্রুত ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি
৩দিন ইজি রিটার্ন

Book Details

Titleসায়েন্স ফিকশন সমগ্র
Authorআসিফ মেহ্‌দী
Publisherঅনন্যা
Category,
ISBN9789844327832
Edition1st Published, 2020
Number Of Page352
Countryবাংলাদেশ
Languageবাংলা
Cover Typeহার্ড কভার

Book Description

বর্তমান সময়ের জনপ্রিয় লেখক আসিফ মেহ্দীর সায়েন্স ফিকশনের সংকলন এই বই। জীবনঘনিষ্ঠতা ও রম্যের সমন্বয়ে লেখা তাঁর সায়েন্স ফিকশনগুলো একটু আলাদা। তাঁর লেখা বিজ্ঞান কল্পগল্প প্রকাশিত হচ্ছে ‘কিশোর আলো’, ‘বিজ্ঞান আনন্দ’, ‘বিজ্ঞানচিন্তা’সহ দেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায়। লেখালেখি ছাড়াও নানা কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞানের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টিতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর অনলাইনভিত্তিক অনুষ্ঠান ‘গল্পে আনন্দে বিজ্ঞান’-এর পর্বগুলো বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান বিনোদনের মাধ্যমে সর্বস্তরে পৌঁছে দিচ্ছে। তাঁর লেখা নতুন সিরিজ ‘কল্পগল্প থেকে বিজ্ঞান’ পাঠকদের সাই-ফাই উপন্যাস, চলচ্চিত্র বা সিরিয়ালের প্রতি আকৃষ্ট করছে। এছাড়াও ‘বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি’র সঙ্গে যুক্ত থেকে তিনি বিজ্ঞানসম্মত জ্ঞান ও বিনোদনের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই বইতে আছে আসিফ মেহ্দীর লেখা ছয়টি সায়েন্স ফিকশন।ট্রুপিটু: পৃথিবীর মহাবিপদ! তরু-নৃ হ্যালু-জিন এলিমোন হিগস প্রলয় ফ্রিয়নভূমিকাঃ সায়েন্স ফিকশনের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর মাধ্যমে আমরা সেসব ঘটনাও জানতে পারি, যেগুলো ভবিষ্যতে ঘটা সম্ভব কিন্তু বর্তমানে ঘটছে না! বাক্যটি যে কত বড় সত্য, তা একটু পেছনে তাকালেই বোঝা যায়। বর্তমানের ক্রেডিট কার্ড, ট্যাব, সাবমেরিন, চালকবিহীন গাড়ি, মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বা বাড়িঘর নির্মাণে থ্রি-ডি প্রিন্টারের ব্যবহার, টেলিযোগাযোগ ব্যবস্থায় জিওসিনক্রোনাস স্যাটেলাইটের ব্যবহার ইত্যাদি অসংখ্য আইডিয়া অনেক আগেই বর্ণিত হয়েছে সায়েন্স ফিকশনের বইগুলোতে বা চলচ্চিত্রে! সায়েন্স ফিকশনে বিজ্ঞানের বিভিন্ন সূত্রের ওপর ভর করে লেখকের কল্পনার জগৎ নির্মিত হয় বলে কল্পনাসমগ্র পরে বাস্তবে রূপ নিয়েছে, নিচ্ছে বা নেবে। বিশ্বের এগিয়ে যাওয়া অংশে বলা হচ্ছে, বিজ্ঞান-প্রযুক্তি-ইনোভেশন সেক্টরে একটি দেশের সক্ষমতা প্রবলভাবে অর্জনের জন্য সায়েন্স ফিকশনের গুরুত্ব অকল্পনীয়। সায়েন্স ফিকশন লেখক-পাঠকরা তাদের কল্পনাশক্তির মিথোস্ক্রিয়ায় দেন ভবিষ্যতের ধারণা যেগুলো অদূর বা সুদূর ভবিষ্যতে বাস্তবে ধরা দেয় নানা আবিষ্কারের মাধ্যমে। এমনও বলা হচ্ছে, যে দেশে সায়েন্স ফিকশনের লেখক-পাঠক বেশি এবং সাই-ফাইয়ের মান যত ভালো, সেই দেশ তত এগিয়ে! উন্নত দেশগুলোর বর্তমান সময়ের আলোচিত চলচ্চিত্র বা বইয়ের তালিকা দেখলে বিষয়টি আঁচ করা যায়। ইদানিং সেসব দেশের রোমান্টিক, থ্রিলার, হরর বা কমেডিÑযেকোনো ধরনের চলচ্চিত্র বা বইতে পাওয়া যায় বিজ্ঞানের ছোঁয়া। থাকবেই বা না কেন? সাহিত্য আমাদের জগৎ ও জীবনের দর্পণস্বরূপ। তাই বিজ্ঞান দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা প্রকৃতি ও প্রাণের পূর্ণাঙ্গ স্বরূপ ফুটিয়ে তোলার জন্য ফিকশনের সর্বাধুনিক জনরা ‘সায়েন্স ফিকশন’ অতুলনীয়। চীনদেশীয় এক বন্ধুর কাছে জানতে চাইলাম, সাহিত্যের কোন জনরা তার সবচেয়ে প্রিয়। জানাল, ‘কো হোয়ান’; যার বাংলা অর্থ ‘বিজ্ঞান কল্পকাহিনি’। ইংল্যান্ডের স্থানীয় এক সহপাঠীর কাছে তার পছন্দের টেলিভিশন নাটকের নাম জিজ্ঞেস করলাম। যে কয়টি টিভি নাটক বা সিরিয়ালের নাম বলল, সবই বিজ্ঞান কল্পগল্প নির্ভর। এক আমেরিকান পাঠিকার কাছে জানতে চাইলাম, তাদের দেশে সাহিত্যের সবচেয়ে আলোচিত শাখা কোনটি। উত্তরে বলল, ‘ডিসটোপিয়া’। জগতের মধ্যে অরাজকতা-অস্বাভাবিকতার আরেক নাম ডিসটোপিয়া। এটির চরম উপস্থিতি সম্ভব ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন টাইপের কল্পকাহিনিগুলোতে। ইংল্যান্ডের ব্রাইটন শহরে লেখাপড়ার প্রায় টন পরিমাণ চাপের মাঝে একদিন ‘অনন্যা’-র কর্ণধার মনিরুল হক ভাই যোগাযোগ করলেন। আমার লেখা বিজ্ঞান কল্পকাহিনিগুলোর সমন্বয়ে ‘সায়েন্স ফিকশন সমগ্র’ করতে চান। কবে যে সায়েন্স ফিকশনের আধডজন বই হয়ে গেছে, টের পাইনি। দেশের শীর্ষস্থানীয় একটি প্রকাশনী বিজ্ঞান কল্পকাহিনির বইগুলো এক মলাটের মধ্যে আনতে চাচ্ছে-সেই খুশিতে আমি পড়ালেখা বন্ধ করে দিলাম কিছুদিনের জন্য। সমগ্র সময় ঢেলে দিলাম ‘সায়েন্স ফিকশন সমগ্র’-এর জন্য। এই পরিশ্রম আপনাদের ভালোবাসা পেলেই কেবল সার্থক হবে।

Author Info

আসিফ মেহ্‌দী

দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস+আলো’তে লেখার সুবাদে আসিফ মেহ্দী রম্যলেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন আগেই। ‘বেতাল রম্য’ নামের প্রথম বইয়েই তিনি লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। তারপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বইতে ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়ে তিনি শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেননি, তাঁর বইগুলো উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। এনটিভিতে প্রচারিত তাঁর লেখা নাটক ‘অ্যানালগ ভালোবাসা’-র বিষয়বস্তুর জীবনঘনিষ্ঠতা দর্শকদের হৃদয় ছুঁয়েছে। ‘ন্যানো কাব্য’ নামে একটি বিশেষ কাব্যধারার প্রবর্তক আসিফ মেহ্দী কবিতাপ্রেমীদের কাছে ন্যানো কবি হিসেবে পরিচিত। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা একুশ। এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে স্ট্যান্ড করেছেন আসিফ মেহ্দী। বুয়েট-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ছাত্রজীবনে পেয়েছেন ‘বিমানবাহিনী প্রধানের শ্রেষ্ঠ মেধা ট্রফি’, নটরডেম কলেজ থেকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’, বুয়েট থেকে ‘ডীন স্কলারশিপ’, ঢাকা শিক্ষা বোর্ড থেকে একাধিকবার ট্যালেন্টপুলে ‘বোর্ড স্কলারশিপ’সহ নানাবিধ পদক ও সম্মাননা। ৩৩তম বিসিএস পরীক্ষায় নিজ ক্যাডারে ১ম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন আসিফ মেহ্দী। অতঃপর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তিন মাসব্যাপী কঠোর পেশাগত বুনিয়াদি প্রশিক্ষণ শেষে লাভ করেছেন ডিজি অ্যাওয়ার্ড (মেধা তালিকায় ১ম)। সম্প্রতি তিনি সরকারি স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেছেন; অর্জন করেছেন ডিস্টিংশনসহ ফার্স্ট ক্লাস। তাঁর সহধর্মিনী মৌবীণা জ্যাকলিন বারি পেশায় ডাক্তার।

Publisher Info

অনন্যা

অনন্যা প্রকাশনী ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নামকরা লেখকের মানসম্পন্ন নতুন ধাঁচের সৃষ্টিশীল বই প্রকাশ করে বেশ সুনাম কুড়িয়েছে অনন্যা প্রকাশনী।

Reviews

There are no reviews yet.


Be the first to review “সায়েন্স ফিকশন সমগ্র”

সায়েন্স ফিকশন সমগ্র
Sell Price: TK. 400
TK. 500, 20% Discount, Save Money 100 TK.
You've just added this product to the cart: