20%

কেউ হয়তো আমাকে থামতে বলবে

Printed Price: TK. 200
Sell Price: TK. 160
20% Discount, Save Money 40 TK.
Category:
Summary: বাংলার পানছড়ি, দিঘিনালা, মাঝরাত, কালোরাত, প্রতীমা, গির্জা, ঘণ্টাধ্বনি, অগাস্টিন, নিশিতা, রঙিন খোঁপা, বেহায়া ফড়িং, একাকী ওড়াউড়ি, মাঠ, রমেশ আর অপর্ণাদিরা ভরে থাকে যার কবিতায়, তিনি সমকালীন বাংলা কবিতার দক্ষ ও Read More...
দ্রুত ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি
৩দিন ইজি রিটার্ন

Book Details

Titleকেউ হয়তো আমাকে থামতে বলবে
Authorশামস আল মমীন
Publisherআগামী প্রকাশনী
Category
ISBN978 984 04 1864 0
EditionFebruary 2016
Number Of Page72
Countryবাংলাদেশ
Languageবাংলা
Cover Typeহার্ড কভার

Book Description

বাংলার পানছড়ি, দিঘিনালা, মাঝরাত, কালোরাত, প্রতীমা, গির্জা, ঘণ্টাধ্বনি, অগাস্টিন, নিশিতা, রঙিন খোঁপা, বেহায়া ফড়িং, একাকী ওড়াউড়ি, মাঠ, রমেশ আর অপর্ণাদিরা ভরে থাকে যার কবিতায়, তিনি সমকালীন বাংলা কবিতার দক্ষ ও শক্তিশালী কবি শামস আল মমীন। যিনি সাম্প্রতিক সময়ে লিখলেন- মা, পৃথিবী আমাকে উনিশ বছর ভালোবেসেছে/ আমি তার উষ্ণ ছোঁয়ায় মুগ্ধ ছিলাম/ তোমার সুরে শাহনামা/ আর গালিবের দরদী গজল শুনতে শুনতে কখন যে/ ফুটে উঠেছি গুলবাগে;/ কখন যে শরমে লুকাতে শিখেছি মুখ,/ কোনোদিন বুঝতে পারিনি এবং লিখেছেন– আমাদের কোনো বাগান ছিল না। বাড়ির সামনে/বিষণ্ণ যে ক্ষেতটুকু…সেও/ তৃষ্ণায় তাকিয়ে থাকে ভাঙা বাড়িটার দিকে/ পথে পথে কারা যেন ফেলে রাখে ব্যথিত বকুল/ আমি বারবার/ এখানে এসেই ঝরে পড়ি/ এখানে এলেই উঁকি দিয়ে যায় শীতল বাতাস’। অথবা যদি তাঁর এই কয়েকটি চরণ তুলে ধরি: পুরনো কথায় আমরা বিশ্বাস অশ্বত্থের/ শেকড়ের মতো শক্ত ছিল না কোনো কালেই/ তবু সবকিছু থেমে যায়। মাঝে মাঝে/ ভাবি, সমুদ্রের জল যদি শুনত আমার কথা…/ মানুষের কথা শুনলে ফুলেরা কি তাদের সুবাস হারাত?/ এ-তো বাড়ির দেয়াল নয়, চাইলেই রঙ বদলাবে/ চিরকাল যে সন্ন্যাসী… ঘর দেখে কখনো কি সাধ হয়/ তার ঘরে ফিরে যেতে? অন্তরে যে গাঁথা,/ ঘুমেও সে জেগে থাকে। কেউ হয়তো আমাকে/ থামতে বলবে… আমার প্রত্যাশা ছিল এ রকমই। এরকমই আধুনিক পঙক্তিমালা, ভাবনার পান্থশালা আর শব্দগুচ্ছের প্রজাপতি পাখায় কবি শামস আল মমীন নির্মাণ করেছেন তাঁর নতুন কাব্যগ্রন্থ- কেউ হয়তো আমাকে থামতে বলবে। এই নতুন কাব্যগ্রন্থের মুগ্ধতায় আমি আচ্ছাদিত হয়ে আছি। তাঁর পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থেরও আমি একজন নিবেদিত পাঠক। তাঁর নতুন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হলে কাব্যপ্রেমী পাঠকরা আমার সঙ্গে একমত হবেন যে, কবি শামস আল মমীন বাংলা কবিতার নতুন বাঁক নির্মাণে ব্যস্ত।

Author Info

শামস আল মমীন

শামস আল মমীন বাংলা কবিতার আশির দশকের একজন খ্যাতিমান কবি। যদিও দশক নয়- সমকালীন বলতেই আমি পক্ষপাতি, কেননা দশক হিসেবে একজন কবি বা লেখককে বিচার বা আখ্যায়িত করলে একটা সীমানা এঁটে দেয়া হয়। তবু দশক শব্দটির একটি মর্মার্থ আছে- সেটি হলো একজন লেখক কোন সময়টাতে লেখালেখি শুরু করেছেন এবং বিকশিত হয়েছেন সেটিকে বোঝানোর জন্য। আমার জানা মতে, রবীন্দ্র-নজরুর-জসীমউদ্দীন-উত্তর বাংলা কবিতার তিরিশের দশকটিই- দশকের ভিত্তি বা শুরু। বিশেষ করে বাংলা কবিতার কথা বললেই বা আধুনিক কবিতার কথা উঠলেই আমরা বলি, তিরিশের পঞ্চপাণ্ডব অর্থাৎ জীবনানন্দ-বুদ্ধদেব-অমিয়-সুধীন-বিষ্ণু দে’র কথা। সেই ধারাবাহিকতায় আমরা যদি আশির দশকে আসি- সেখানেই শুরু এবং বিকাশের পথ পেয়েছেন কবি শামস আল মমীন। আশির দশকে লেখালেখি শুরু করলেও তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় মধ্য নব্বইয়ে। এযাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থগুলো হলো : ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’ (১৯৯৫), ‘মনোলগ’ (২০০১), ‘সাম্প্রতিক আমেরিকান কবিতা’ (২০০৯), ‘আমি সেই আদিম পুরুষ’ (২০১২) এবং ‘আমি বন্দী খোলা জানালার কাছে’ (২০১৪)।

Publisher Info

আগামী প্রকাশনী

আগামী প্রকাশনী বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি প্রকাশনা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ওসমান গণি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের হিসেব এ-পর্যন্ত প্রকাশনার প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৮০০-এর অধিক। ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর ভিত্তি করে উল্লখেযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশের মাধ্যমে এ-প্রকাশনা পরিচিত হয়ে ওঠে।[তথ্যসূত্র প্রয়োজন] প্রকাশনীর বর্তমান স্লোগান, মুক্তিযৃদ্ধ ও মুক্তচেতনা আমাদের প্রকাশনা’।’

Reviews

There are no reviews yet.


Be the first to review “কেউ হয়তো আমাকে থামতে বলবে”

কেউ হয়তো আমাকে থামতে বলবে
Sell Price: TK. 160
TK. 200, 20% Discount, Save Money 40 TK.
You've just added this product to the cart: